BPL T20 News Ubdate.
Wednesday, November 25, 2015
বাংলাদেশ প্রিমিয়ার লিগের
(বিপিএল) তৃতীয় আসরে উদ্বোধনী অনুষ্ঠান করতেই ব্যয় হবে তিন কোটি টাকা।
যেখানে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি, ছয় আইকন ক্রিকেটারের
সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৩৫ লাখ টাকা।সেই অর্থে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মুর্তজাদের মত
ক্রিকেটাররা ৩৫ লাখ টাকার বেশি আয় করতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। উদ্বোধনী ভেন্যু হিসেবে নির্ধারণ করা
হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে।আগামী ২০ নভেম্বর ‘হোম অব ক্রিকেটে’ বিকেল ৪টা থেকে শুরু হয়ে উদ্বোধনী
অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। আর সেই অনুষ্ঠানে যে বিদেশিদেরই প্রাধান্য
থাকবে সেটাই আগেই জানিয়ে দেয়া হয়েছিলঅনুষ্ঠান মাতাবেন বলিউড তারকা ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, ও
সঙ্গীত শিল্পী কেকের মতো তারকারা। পাশাপাশি থাকবেন বাংলাদেশের আইয়ুব
বাচ্চু, রুনা লায়লা, মমতাজের মতো শিল্পীরা।
দর্শকদের জন্য রয়েছে সরাসরি অনুষ্ঠান দেখার সুব্যবস্থা। এজন্য টিকিটের
মূল্য পড়বে ৩০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। তবে পরিস্থিতি ভেবে টিকেটের
মূল্য আরো বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এর সঙ্গে, লেজার শো ও আতশবাজির
মাধ্যমে থাকবে নির্মল বিনোদন ব্যবস্থা।
No comments:
Post a Comment